গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমগীর কবীর:
মঙ্গলবার৩১আগস্ট২০২১ইং বিকালে
প্রয়াত বাংলাদেশের স্থপতি,স্বাধীনতার অগ্রনায়ক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে,গাজীপুর মহানগরের ৩৯ ও ৪৮ নং ওয়ার্ডস্থ সুকুন্দিরবাগ বনমালায় রোডে ৩১ আগস্ট আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটির মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.মো: জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলিম উদ্দিন বুদ্দিন।উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আমজাত হোসেন বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান,গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক,জাতীয় পার্টির গাজীপুর জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মিয়া,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃআক্কাস আলী,অর্থ বিষয়ক সম্পাদক মোঃজয়নাল আবেদিন,সাবেক গাজীপুর জেলা ছাত্র লীগের সভাপতি আবুল কাশেম,মহানগর শ্রমীক লীগের আহবায়ক আব্দুল মজিদ বিসিএস,গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আয়নাল,মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস,সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা,আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর বিভিন্ন মসজিদের আলেম খতিব,ইমামগণ।
আলোচনা সভায় প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।মেয়র বলেন,অবহেলিত এই রাস্তাটি সংস্কারের ফলে নগরবাসীর যাতায়াত সুবিধার্থে এবং উত্তরবঙ্গের রাজশাহী,রংপুর ও সিলেট বিভাগের পন্য পরিবহণসহ গণপরিবহণের যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগ বহুলাংশে কমেছে ।এই এলাকায় বসবাসকারীরা সব চেয়ে বেশি আনন্দিত হয়েছেন । তিনি আরও বলেন,আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না ।আসুন অতীতের সকল ভেদাভেদ ভূলে গিয়ে নাগরিক সুবিধার বিষয়ে গুরত্ব দেই ।নগরের মানুষ ভাল থাকলে,আমরা ভাল থাকবো ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর বেদনা,শোককে শক্তিতে পরিনত করে,নীতি আর্দশকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি,যাবো ।আগামীতে নগরবাসীকে আরও ভালকিছু উপহার দিতে চাই এজন্য সকলের সহযোগীতা চাই ।
ইতিমধ্যে গাজীপুর মহানগরীর ৫৭ ওয়ার্ডের মানুষের চলাচলের জন্য ২০০টি রাস্তার ৮০০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়েছে। রাস্তা করতে গিয়ে অনেক মসজিত,কবরস্থান ও বাড়ি ঘর ভেঙ্গে জমি ছেড়ে দিয়ে নগরবাসী সহযোগিতা করায়,সকলকে ধন্যবাদ জানান। তিনি আরোও বলেন বনমালা রাস্তাটি নির্মাণ করে প্রধান সড়কের দুইপাশের অন্তত ১০ ওয়ার্ডের মানুষ কোন প্রকার যানযট ছাড়াই নগরীর দুই প্রান্তে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।তিনি আরও বলেন নগরীকে গ্রীন ও ক্লীন সিটিতে রুপান্তর করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে নগরীর সকল রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান। ১৫ আগস্টের আলোচনা সভাটি দেখতে দেখতে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শোক দিবসের আলোচনা অনুুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী মনিরুজ্জামান,গাজীপুর সিটি কর্পোলেশন ।